বর্ষা তুমি
( আধুনিক গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বর্ষা তুমি এমন করে ঝরো না
পথটি পিচ্ছিল করো না
মনে মানুষ আসবে কথা দিয়েছে।
প্রেমের দোলায় দুলবে এসে
লাজ ভাঙা শপথ নিয়েছে।।


ছাঁদনাতলায় সাত পাঁকে তারে আমি
মনটা দিয়েছি, প্রাণটা দিয়েছি
সাজিয়ে প্রেমের বাসর  
আসবে নাগর  চেয়ে আছি পথ পানে।
বর্ষা-কোমল মেঘের গানে
বিরহে মন ভরে  গিয়েছে ।।


চাঁদের বুকে  কলঙ্কের দাগ
তবু জোস্না দেয় , রাতের আঙিনায়
জোস্নার রেণু চকোর
প্রেম পিয়াসে মাখে সারা গায়।
আমার মন প্রেম-জোস্নায়
অমিয় সুধা নিরবে পীয়েছে।।