বসন্তের আগুন জলসায়


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


এলো এই প্রাণতারাবনে বাসন্তিক সমীর দোলা ,
গুঞ্জরে অলি মরমি সুরে কুসুম বনে দ্বোর খোলা ।
ঋতু-রাজের কিরিট পরা বনরাণী অভিলাষিনী ,
হৃদয়ের নাগরি আমার নীশিদিন প্রেম-ভাষিনী ।
বনে বনে তার ছবিখানি আঁখির আগে, আগে ভাসে,
জীবন নদীতে তাই শুধু পাড় ভাঙা জোয়ার আসে ।
মন-বিহগী গানের সুরে গেয়ে যায় মরমি গান ,
বেজে উঠে হাওয়ায় বাঁশি নবীন বসন্তের তান ।
ঋতু-রাজের কোমল ছোঁয়া যৌবনের মাধুরী আনে ,
হৃদয়খানি কাব্যিক হয় ফাগুনের  আগুন গানে ।
বসন্তের অশান্ত হাওয়া মাতাল করে ফুলবন ,
ফুলবনে যায় উড়ে যায় আমার এ অবুঝ মন ।
বসন্তের ফাগুন জলসায় মিলন গীতি গেয়ে যাই  ,
অজানারপ্রেম বীথি আমি প্রাণের মাঝে খুঁজে পাই ।