বসন্তরাগ কথাটায়
(আধুনিক গান )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ফাগুন হাওয়া বলছে , প্রেম অভিসার চলছে
হৃদয় কোমল কুসুমগাঁয় ,
মনটা তোমার অভিসারি চোখে আছে রূপ তার-ই
প্রেমের জরি অঙ্গে ভরা বসন্তরাগ কথাটায় ।।


মন ভ্রমরা বলছে , রূপে এ মন ভোলছে
প্রেমেররেণু পেতে চায় তাইতো হৃদয় দোলছে ।
খুলছে  এবার বসন্ত দ্বোর , হলো এবার প্রেমের ভোর
আমার এই মন-ভ্রমরা তাইতো ফুলের মধু চায় ।।


প্রাণের হাওয়া বলছে ,প্রেমের দীপ জ্বলছে
মনে মনে দু'হৃয়ের বেচাকেনা চলছে ।
তুমি কি তা বুঝো না , মন দিয়ে মন খুঁজো না
এস যাই দু'জন মিলে মধুর প্রেমের আঙ্গিনায় ।