বাউল সংগীত -১৫০


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মাতৃগর্ভে জন্ম  কখন কেউ না জানে তা,
মা ছাড়া সব আন্ধকার।
মা-ই জানে পিতার খবর, কেউ জানে না আর।।

বাবা মায়েয় বাড়ি থাকি  একবার ভাবি নাই,
আমার বাড়ি ভেবে আমি সুখের গান গাই।
কাম-সাগরে তরীটি বাই, ফাগুন হাওয়ায় বারবার।

আট কুঠারি নয় দরজা সাত তালায় ঘর
যাদের গড়া ঘরখানি তাদের করছি পর।
ভুল করেছি জীবন ভর, ঘর করেছি চুরমার।।

আসা যাওয়া যার ইচ্ছায় যে দিয়েছেন প্রাণ,
ত্রাণের কর্তা সে প্রাণ দাতা গাইনি তার গান।
নিজের গানে মত্ত্ব প্রাণ, একবারও হইনি তার।।

বিশ্বরাজ নরাধম নিজের কর্ম ফলে,
সাঁঝের বেলায় একা ঘাটে ভাসছি চোখের জলে।
বিশ্ববন্ধু কোথায় রলে  ভবসিন্ধু করো পার।।