বাউল সংগীত-১৬০


ঠাকুর বিশ্বারাজ গোস্বামী


প্রেম-সাগরে পরশমনি পাবিরে মন উল্টোকলে।
মারা যাবি জানে-প্রাণে সাঁতারে বেহুস হলে।।

প্রেম-সাগরে তিনটি ধারা বয়,
মাঝের ধারায় নিত্যানন্দ অদেখা জন রয়।
দখিন ধারায় জীবনের ক্ষয়,  হাংগর কুম্ভির চলে।।

বাম ধারাতে প্রেমের পরশমনি,
রসিক নেয়ে তরী বেয়ে পাচ্ছে প্রেমেরখনি।
তরী বেয়ে দিন-রজনী মনি আনে হাওয়ার বলে।।

সুজন যারা মরণ ধারা চেনে,
ধারাটাকে রাধা করে ধারায় নিয়ম জেনে।
তারা ধন দিয়ে ধনটা কেনে, রাধা ধারার ফলে।।

ঠাকুর যোগশ বলছে বারবার,
বিশ্বরাজ তোর সময় যায় ঘুমানারে আর।
ক্ষয় করিস না জীবনের সার, কাম-সাগরের জলে।।