বাউল সংগীত-২০৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


চিন্ময়সত্বার তত্ব জেনে মূল সাধনা করো
ত্রীরসে রসিক হয়ে মনের মানুষ ধরো।
স্বরূপ রসের মাঝে সে রস  প্রেমরসে রস হরো।।

একাদশী পূর্ণ হলে,  নব রসের ফলটি ফলে,
নিত্য নিত্য শতদলে।
চন্দ্রকলার পতন হলে, বুঝবে নিজে মরো।

প্রেম-বাজারে রসের হাঁড়ি, রসিক জনে আনে বাড়ি,
ভবসিন্ধু দিচ্ছে পাড়ি।
নিজে হয়ে নায়ের দাঁড়ি, বিয়ের সাজ ক্যান পরো।

দুই তত্বের দেহটায়, চিন্ময়ের রূপ সহস্রায়,
দ্বিদলপদ্ম আসে যায়,
বিশ্বরাজের তরী ভেঙ্গে যায়, কাঁপছে থরোথরো।