বাউল সংগীত -২০৪


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আন্ন্দের মাঝেই মানব জন্ম হয়,
আনন্দ হলে ঘনিভুত  তারেই প্রেম কয়।
প্রেমটি হলে ঘনিভূত ধরা দেবে সেই প্রেমময়।

কামরতিতে দেয় আনন্দ চন্দ্রবিন্দু খেলায়,
আনন্দের পতন হলে যাবি যমের ভেলায়।
আনন্দধামে যাবার বেলায় দেখবি শুধু আঁধারময়।

পরমান্দ দিতে পারে  রতি মতি কাম,
সৃষ্টতত্বে মরণ হলে বিধি হয় না বাম।
আত্মসার্থের  এই ধরা ধাম, সৃষ্টি ছাড়া করোনা ক্ষয়।।

পূর্ণিমাতে সোমরসে ফগুন হাওয়া ধরো
প্রেমকুঞ্জের কলাবিলাসে আনন্দ রতি হরো।
নিত্য নিত্য কেনো মরো, বেঁচে হও আনন্দময়।

পতনে মরণ ধারণে জীবন, এ কথা সত্য ঠিক,
জীবন মরণ তত্ত্ব জেনে ঠিক রাখো সাধান দিক।
বিশ্বরাজ তোরে দেই ধীক চন্দ্রবিন্দু করলি ক্ষয়।।