বাউল গান ২০৫


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হাওয়া সাধন করোরে আমার মন।
হাওয়ার মাঝে নিরাকারে আছে প্রেমের মহাজন।।

পঞ্চবায়ু পঞ্চ আত্মা পঞ্চভুতে আছে,
হংস রূপে প্রধান বায়ু সর্ব জীবের কাছে।
সুফল ধরে কামনার  গাছে হংস ধরলে সারাক্ষণ।।

হংস  থাকে শুন্যর মাঝে  সোহং রূপ তার,
বায়ু তত্ত্বের মাঝে থাকে যে জন নিরাকার।
নিরাকার-ই সাধনার সার, ঠিক রাখো মন মূলধন।।

তিনটি পথে হংসরাজের আসা আর যাওয়া,
একটি মাত্র ডিম পাড়ে লাগলে শীতল হাওয়া।
সাধ্য নেই সেই ডিমটি খাওয়া রসিকে খায় সারাখন।।

বিশ্বরাজ গোস্বামী বলে হাওয়ার গতি জেনে,
জীবনতরী বেয়ে যাও বাদামখানি টেনে,
গুরুতত্বের নিয়ম মেনে, তরীটা বাও জোয়ারেরখন।।