বাউল সংহীত-২০৬


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ত্রীবেণী নোদির ধারে, এক রমনী সর্পাকারে,
সুধারক্ষণি মুখে তার,
ধরলে তারে, দিতে পারে, ভালোবেসারমনিহার।

ত্রীবেণীর তিনটি ধারা,  রসিক যারা জানে তারা,
আনে তারা নেমে জলে,।
নেমে জলে, হাওয়ার বলে, সাতার দিচ্ছে বারংবার।

মরলে ডুবে সাতার দিয়ে, সর্পরাণী যাবে নিয়ে ,
আকালে-ই যমের ভেলায়।
চাঁদের মেলায়, নিত্য খেলায়, চাঁদ ধরলে যমেরহার।।     ।।

সর্পরাণীর নিশ্বাসে বিষ, দুই চোখে তার তিব্র রিষ,
সুজনকে দেয় জ্ঞানেরআলো।
সেই আলো, সত্যি ভালো, আলোর মাঝে নিরাকার।

বিশ্বরাজ নিঃশ্ব আজ, জানে না প্রেমতত্ত্বের কাজ
সর্পমনি আনতে চায়।
মরতে যায়, দখিন বায়,  ত্রীবেণীর নোদির ধার।