বাউল -সংগীত ২০৮


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আড়াই ইঞ্চি চাপা গাঙ্গ চারইঞ্চি গভির তার
আতি চমৎকার।
এক রমনী গাঙ্গের ঘাটে করছে শুধু পারাপার।

তিন দিবসে তিনটি ছেলে মাসে মাসে আসে,
মেঝ ছেলেকে  ধরলে পরে রূপের জ্যোতি ভাসে।
আর দুইজন সব গ্রাসে, উপায় নাই বাঁচিবার।

সাড়েতিনহাত তরীখানি  আড়াই ইঞ্চির গাঙ্গে,
গোন না বুঝে ধরলে পাড়ি তরীখানি ভাঙ্গে।
সু-নাবিকে  মনটি রাঙ্গে, বুঝে গাঙ্গের কারবার।।

চাঁপা গাঙ্গে একটি ফণী রসিক নাবিক জানে,
সুকৌশলে তরীটা বেয়ে ফণীর মনি আনে।।
দুইটি ধারা গাঙ্গের বানে, না জানিলে মরণ সার।।

চার পল্লবে রূপসাগরে একটি মাত্র ফুল,
উর্ধমুখের ডুবরি জানে আদি অন্ত মূল।
বিশ্বরাজের জীবনের ভুল, জানে না ফুলের ব্যবহার।