বাউল সংগীত-২০৯


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রূপসাগরে প্রেমেরখনি পরশমনি পাওয়া যায়।
সুরসিকে সাঁতার কাটে, আনে বাটে,  জল ভরে না তাদের গায়।

চাঁদে চাঁদে যোগ করে, নিত্যানন্দ ভোগ করে,
পূর্ণকলার চদ্রিমায়।
পরারতির ক্রিয়া করে, নইলে মরে, গেলে সাগর কিনারায়।

রূপ সাগরে একটি ফুল, এক রমনি ফুলের মূল,
ত্রীনয়নি ভঙ্গিমায়।
গেলে সেই সাগর কূল, সকল  ভুল, মানুষ মরে মদন হাওয়ায়।।

রূপ- সাগরে স্বরূপের ধন, আনে প্রেমিক মহাজন,
ডুব দিয়ে শীতল হাওয়ায়।
মধুর সেই প্রেমের রণ, প্রেমিক জন,  অমর অমিয় নিত্য খায়।

রূপ সাগরের জলটা খেলে,  এীগুনের একটি ছেলে ,
জন্ম নেয়রে সহস্রায়,
বিশ্বরাজ দ্যাখ আঁখি মেলে, বাগে ফেলে, কাম-কুম্ভিরে তোরে খায়।।