বাউল সংগীত-২১১


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


গোপালগঞ্জে গেলেরে মন মনের মানুষ দেখতে পাবি।
রাখলে ধরে মুক্তারবিন্দু , পাবি বন্ধ ঘরের চাবি।।

এগারো লাট গোপালগঞ্জে আছে,
চন্দ্রযোগে ইড়া হাওয়ায় যাবি তাদের কাছে।
একটি ফল তিনটি গাছে প্রেমানন্দে ফলটি খাবি।।

গোপালগঞ্জ মধুমতির কূলে,
সেই মধু পাওয়া যায় চতুর্দল এক ফুলে।
এক রমণী ফুলের মূলে, ধরলে তাকে পুরবে দাবি   ।।

গোপালগঞ্জে আছে প্রেমের হাট,
তিনগুনের গুনটা নিয়ে একজন আছে লাট।
তিন ছেলেকে জ্যন্ত কাট, তবে মিলন গানটা গাবি ।।

ঠাকুর যোগেশ ডেকে বলে,
বিশ্বরাজ তুই বসত কর নিত্য শতদলে।
গোপালগঞ্জে তার-ই বলে, এক নিমিষে চলে যাবি।।