বাউল গান ২১৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আজব এক রূপসা নোদির রূপটা দ্যাখে
অরসিকে মারা যায়।
রসিক ডুরায় রসের হাড়ি  রস আনে আর খায়।

রূপসা নোদির তলে,  ছয়মুখের এক ফণী চলে,
কপালে তিনটি মনি জ্বলে।
চন্দ্রকলা পূর্ণ হলে,  ডুবরি মনির সন্ধ্যান পায়।।

তিনটি মনি আনলে ধরে,  থাকে সে স্বরূপের ঘরে,
একদশী পুরে যায়,
একাদশীর ফল ধরলে পরে, পূর্ণিমা হয় অমিনিশায়।।

রূপসা নোদিতে ডাকলে বান, তিন ছেলে হয় মহিয়ান,
রসিকে করে আনন্দে গান।
অরসিকের যায় প্রাণ, রূপসা নোদির দখিন হাওয়ায়।।

বিশ্বরাজ বড় অভাজন, হারায় তার মূলধন,
ছয় জনকে দিয়ে মন।
দিবানিশি করছে রণ, থেকে যমের আঙ্গিনায়।।