বেদনারবীণ
( সর্বোত্তমমিলে লেখা )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


এখনও অগছালো
জীবনের ভীত,
চারিদিকে আরো দেখি
অসতের গীত ।
ভোরের পাখিরা ভবে
আসে ঝাঁকে ঝাঁক,
সততার আছে তবু
থাকে ফাঁকে ফাঁক ।
প্রতিদিন বাজে বুকে
হাওয়ার বাঁশি,  
অগত্যা বাজাবে সত্য
যমরাজে কাঁশি।
তবুও হয়না ঠিক
এ মানব কূল ,
ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে
মানবিক মূল ।
এ বিশ্বে পন্যে ভেজাল
জনমনে বেশি,
বনজীব লোকালয়ে
করে মেশামেশি ।
হাইব্রিড নরো-নারী
সাজে রাজা রাণী,
রাগান্বিত হয়ে যায়
দিলে সতবাণী ।
জীবনের ভীত তাই
হয়ে গেছে ক্ষীণ,
আমরণ বেজে যাবে
বেদনারবীণ ।