বেলাশেষে পারঘাটাতে
(ভাটিয়ালী গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বেলাশেষে পারঘাটাতে আছিগো দাড়াইয়া
ও জীবনতরীর নাইয়া ।
কৃপাকরে করোগো পার , তরীখানি বাইয়া ।

ও নাইয়ারে
কতজনকে করেছো পার প্রেমে সারি গাইয়া ।
আমি একা রইলাম শুধু , কূলেতে দাড়াইয়া ।।

ও নাইয়ারে
দেখ আমার প্রাণেরতরী গেছেরে ভাঙ্গিয়া ।
ভাঙাতরী বাইতে নারি , হাইল গেছে হারাইয়া ।।

ও নাইয়ারে
শুনি তুমি পতিত পাবন পাতকি নেও ত্বরাইয়া ।
এই পাতকি  পারে আছে , তোমার দিকে চাইয়া  ।।

ও নাইয়ারে
বিশ্বরাজ কয় ভবের পরে , মায়ার খেলা খেলাইয়া ।
ষোল আনা পারের কড়ি , ফেলেছি হারাইয়া ।।