বিনোদিনী হরিচাঁদের শান্তি
( বাউল সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বিনোদিনী হরিচাঁদের শান্তি, প্রেমের শোভারাণী ।
সত্যবামা কুন্ভলিনী গুরুচাঁদের পরাণখানি ।।

কুন্ভলিনী জাগে তবে গুরুচাঁদকে পাবি,
পঞ্চ প্রেমের মতুয়া হয়ে শান্তিধামে যাবি ।
কামনা সগরে যদি নাবি ,করিস নারে চাঁদের হানি ।।

ধারাকে মন রাধা কোরে কর চাঁদের কর্ম ,
তবেই তোর পূর্ণ হবে গৃহস্থ প্রশস্ত ধর্ম ।
এইতো মতুয়া ধর্মের মর্ম , শ্রীহরিচাঁদের বাণী ।।

অঃধ ধারায় হয়রে মন  পূর্ণচাঁদে ক্ষয় ,
মূলের চাঁদ ঠিক  না হোলে নামে কামে মিশাল হয় ।
চাঁদের ধারা করলে  জয় , পাবি হরির চরণখানি ।।

বিশ্বরাজ বুঝলো নারে মতুয়ার তত্ত্ব,
অঃধ ধারায় রইলো শুধু কাম কামনায় মত্ত্ব ।
হারালো মূল চাঁদের সত্ত্ব , যম করছে টানাটানি ।।