বীরহের পারাবারে
(বিলিরিক কাঠামো দুই
ধারা তিন )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রূপগাঙে ডুবে আছি , জগতের রূপ ছেড়ে ,
নিজ রূপ নিজে দেখে , অনুরাগ যাবে বেড়ে,
অনুরাগে তার হবো ,
তারে আমি বুকে লবো ,
হৃদয়ের কথা কবো , সোহাগের দোলে দোলে ,
একাকার হবো আমি , লাব-ডাব রোলে রোলে ।


সব কিছু দিয়ে তারে,  হবো শুধু আমি তার ,
জীবনের সাধ এই , ভীন সাধ নাই আর ,
তবু সে-ই দূরে থাকে ,
আসে শুধু   মনবাকে ,
চোখালয়ে চাই তাকে , থাকে শুধু অজানায় ,
মনবনে এসে এসে , অনুরাগ দিয়ে যায় ।


রূপগাঙে  আমি তার , সঙে মিসি একাকারে  ,
ছেড়ে গেলে একা হই , বীরহের পারাবারে ,
চক্ষুলোরে ভেসে যাই ,
ভুবনের বিষ খাই , দুনিয়ার রূপ দেখে ,
জীবনটা হয় শেষ,  ভিনপথে পা'টি রেখে ।


কেনো এত বিষ দেয় ,  যারে এত ভালোবাসি,
জীবনের ফুলদল , দুখালয়ে হলো বাসি ,
ভালোবাসা ভালো নয় ,
দেখি শুধু বিষময় ,
ধীরে ধীরে দেহ ক্ষয় , হয় শুধু  নিশিদিন,
মন মাঝে বাজে তাই , নিদারুন যমবীণ ।