বিশ্ববন্ধুর দেখা সখি
(বিচ্ছেদ গান )


ঠাকুর বিশ্বরাজ


বিশ্ববন্ধুর দেখা সখি বল না আমায়
কেমন করে পাই।।
তার প্রেমেতে  মন মজাইয়া আমি আর আমাতে নাই ।।

সখি আমার হলো একি , জগৎ জুড়ে শুধু দেখি,
বিশ্ববন্ধুর ছবিটাই ।
কি যে জ্বালা নিয়ে থাকি,  উঠছে শুধু মরণ হাঁই ।।

বিশ্বন্ধুকে দিয়ে এ মন ,কান্দি এখন সারাটিখন ,
তবু বন্ধুর দেখা  নাই ।
বিচ্ছেদ জ্বালায় যাক এ প্রাণ , প্রাণবন্ধুকে শুধু চাই ।।

বিশ্ববন্ধুর প্রেমেতে মেতে , পারি না তারে ভুলে যেতে,
আমাকে আমি ভুলে যাই ।
বিশ্ববন্ধুর  দেখা  পেতে , প্রেম-সাগরে তরী বাই  ।।

বিশ্বরাজ আজ কেন্দে বলে, সখি জীবন গেলো চলে ,
প্রেম-জ্বালার ওষুধ কি নাই  ।
বন্ধু ছাড়া মরণ হলে মিছে আমার জীবনটাই  ।।