বিষমুষ্টি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমাকে সকলে চেনে এবং জানে
১৮৭০শালে
ম্যডিক্যকল ইন‌্ভেষ্টিগেটর
নামক পত্রিকায়
অপম্মার ব্যাপারে
তোমার ব্যাপক প্রকাশ হয় ।
সে হতে তোমাকে
সকলে চিনতে শুরু করে ।
তোমার মূল আরক তিক্তায় ভরা হলেও
সুক্ষাবস্থায় তোমার গুনের সীমা নেই ।
অথচ
তোমার মন সব সময় অবসাদ গ্রস্থ থাকে
তবুও হিংসাদ্বেষ

নিদারুণ ক্রোধ-প্রবন থাকো ।
নির্দোষ কথায়ও রেগে যাও
গীতবাদ্য ,উগ্রগন্ধ ,উজ্জ্বলআলো তুমি
সহ্য করতে পারো না,
আতিশয় কোপন স্বভাবের তুমি
অপরের দোষ ধরা
তোমার নিত্য কর্ম ।
একা থাকতে চাও
কিন্তু
ভিতির কারনে তা পারো না ।
কথা বলতে ভুল করো
অন্যের কথায় অন্যায় অযৌক্তিক
প্রতিবাদ করে নিজে শান্তি পাও ,
তোমার বিপক্ষে কথা বল্লে
তাকে খুন করার ইচ্ছা জাগে
কখনও তোমার মনে
পরিসুদ্ধ চিন্তা নেই ।
রাত্রি জাগরণ
মোটেই করতে পারো না,
করলেই অসুস্থ হয়ে পড়ো ,
শারীর পরিশ্রম সর্বদাই
এড়িয়ে চলো তুমি
কী করে তোমাকে নিয়ে ঘর করি বলো
বিষমুষ্টি ।
তোমার বিষয়ে
ডনহাম বলেন
শিশুদের উদরে অত্যাধিক
বায়ু সঞ্জয় কারনে ব্যথায় সৃষ্টি হলে
সেখানে তোমার ক্রিয়া ভালো ।
মহামতি হ্যানিম্যান বলেন
তোমার কখনও
মলস্রাবী অতিসার হয় না ।
গরেন্সি বলেন
সরলান্ত্রের পেশীর উপদাহিতা কুমাতে
তোমার ক্ষমতা প্রচুর ।
হার্টম্যান বলেন
জন্মপথের প্রদাহে বিশেষ করে
সন্তান দানের পর উক্তপথের
প্রদাহ নিবারণে
তোমার সুনাম প্রচুর ।
অনেক খ্যাতিমান ব্যক্তিগন
এ কথায় সম্মতি দিয়েছেন ।
এত গুন থাকা সত্তেও
সঠিক কথা মনে থাকলেও
বলতে ও লিখতে ভুল করো
সামান্য ভয়ের কারন ।
টেষ্টি বলেন
অনিয়মিত ও অতিভোজীর জন্য
বিমারে তুমি উপযোগী ।
হেরিং বলেন
নির্দোষ কথায় বিরক্ত

ক্ষিপ্ত হয়ে যাও
কোনো কিছূই সহ্য করতে পারো না তুমি ।
ডিউরি বলেন
গুরুপাক খাবার
মোটেই সহ্য করতে পারো না ,
পিত্ত-প্রধানধাত সহ
কোপন স্বভাবের তুমি ,
এ তোমার কেমন চরিত্র বলো
বিষমুষ্টি ।