বিজর জীবন সুখোময়


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বিজর জীবন সুখোময়, উজ্জ্বল মউরবি
দারুণ ইচ্ছার মোহছবি, বিনাশে অনুরাগ  ,
সান্তরায় হয় সুখরাশি, আঁখিতে রাত্রিজল
গোপন ব্যথায় টলটল, অনুরাগের বাগ ।
চাকর হয়ে চাঁইটি তুমি সুন্দর জীববনে
চাঁদমালা গাঁথো মনেমনে, পেয়ে দিনের সুখ,
অনেকধায় চলছো তুমি আপন মনোরথে,
উত্তরঙ্গ বিলাসের পথে, তুচ্ছ করেছো দুখ ।
নবকুমার বেলাটা গেছে নেই সুখেরবীণ
সুখটি জানিও চিরদিন দিগন্তচক্রবাল ,
ভূবনে জীবনে একা এসে অবোধ ইচ্ছা করা
বিজরবসন্তের খরা ঝরা, সবই ধুম্রজাল ।
ষোলকলার নক্ষত্ররাজ প্রেম-তরঙ্গভঙ্গ
ভুলায় হৃদপতির সঙ্গ, দিয়ে সকাম মালা,
হারায় শেষে সুজুলজুল, ঘোর অমানিশায়
মোঘপুষ্পা হলে ইচ্ছাটায়,পাবে কঠিন জ্বালা ।
জোছনাফুলের মালা গাঁথা করেছো শুধু সার
বিকেলে দেখবে আন্ধকার ,আঁখির জলে ভেসে,
আপনার করমের ফলে হারিয়ে সব যাবে
অনুদিন একা একা পাবে জ্বালাটি এই দেশে ।
শব্দবিহীন চিঁ করে করে ভাববে শুধু তারে
অবহেলায় রেখেছো যারে আত্ম সুখের আশে ,
গতজীব করবে তোমায় যমেলা কালোরাত
সন্ধ্যাগ্নি করবে বাজিমাত এসে তনুর বাসে ।