ব্লাক লেড প্লম্বেগো


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আসলে তোমার গতি ধ্বংসমুখি
তাই তোমার চরিত্র তুলে না ধরলে
মানব সমাজের  ভিষণ ক্ষতি হবে ।
তোমার প্রথম চরিত্র হলো
ধীরেধীরে মোটা হবার প্রবনতা  
নিয়ে থাকো ,
ঠান্ডা সহ্য করতে পারো না
এরপর
দ্বিতীয় চরিত্র
বিশ্রী চর্মপীড়ায় চটচটে আঠালো
এবং দুর্গগ্ধময় কষ ঝরাও ।
যে স্থান কেটে যায়
ঐ স্থানে সহসাই পাকতা ধরে
তৃতীয় চরিত্র হলো
দুঃখ
আর
হতাশা নিয়ে  
জীবনটা কাটিয়ে দেও ,
কখনও কখনও
নির্জনে বসে কাঁদো ,
আস্থিরতা , ব্যাকুলতা তোমার
চিরোসাথী ।
কাজটি সঠিক হলেও
তার প্রতি সন্দেহ রাখা
তোমার জাতিয় স্বভাব ।
চতুর্থ চরিত্র খুবই খারাপ
শুধু ভ্রমণ করতে চাও
একটু শান্তির খোঁজে ,
অপরের কথা তুমি
মোটেই  ভাবো না ।
আর
তোমার শরীরে  এতই
অক্সিজেনে অভাব  
তা পূরণ করতে
মুক্ত বাতাসে  গিয়ে পাইচারি করো
এবং
শরীর দুর্বল হলে পাখার বাতাস
তোমার প্রিয় হয় ।
বেইস বলেন
করতলের বিচর্চিকা নিরষণে
তুমি পারদর্শী ।
গরেন্সী বলেন
তোমার শরীরের আক্রান্ত স্থান থেকে
শিরীষের ন্যায় আঠালো পদার্থ ঝরে
এবং তা
পাতলা স্রাব হোলেও ।
হয়েন বলেন
গাঢ় মধুবৎ স্রাবি চর্মপীড়ায়
তুমি  আক্রান্ত হও
হিউজ বলেন
আর্সেনিকের ন্যায় চর্ম  পরিপোষণের
ক্ষমতা তোমার আছে ।
ডনহাম বলেন
তোমার গাত্রে
চিপিটিকা উদ্ভেদ দেখা দেয় আঠালো স্রাবি ।
সকল ক্ষেত্রে  
উপরোক্ত গুনাগুন বিদ্যমান
এছাড়াও
ওয়েসেল হিপ্ট বলেন
ত্রিশ বছর বয়স্কা
বা
তার অধিক বয়স্কাদের
রজঃ দোষে তুমি সুন্দর ফল দেখাও ,
হিউজ আরো বলেন
নিয়মিত সময়ের পরে
রজঃনিষ্কশন হোলে পান্ডুবর্ণ  
এক্ষেত্রে
তোমার ক্রিয়কলাপ খুব প্রশংসনিয় ।
কাইপারথয়েড বলেন
মেদ প্রবন অবস্থায় ঋতুর উপসর্গে
তুমি চমৎকার ভূমিকা রাখো ।
মহামতি হ্যানিম্যান বলেন
বিলম্বিত ঋতু সহ
কষ্ট কষ্ঠবদ্ধতায় তুমি কষ্ট দেও  ।
তোমার চরিত্রের বিশ্লেষণ
আর কত করবো বলো
ব্লাক লেড প্লম্বেগো ।