বন্ধু বিনা ওলো সই
( বিচ্ছেদ গান)


(ঠাকুর বিশ্বরাজ গোস্বামী )


বন্ধু বিনা ওলো সই , কেমন করে ঘরে রই,
প্রেমের জ্বালায় বাঁচি না ।
আর সহে না বিচ্ছেদ জ্বালা, জপি বন্ধুর নামের মালা ,
জ্বালা বাড়ে জুড়ায় না ।।

যে গড়েছে প্রেম-পিরিতি নিদয় তার হিয়া,
প্রেম গড়েছে সেই নিঠুরে মরণের বিষ দিয়া ।
মরণজ্বালা বুকে নিয়া, জীবন গেলো কাঁন্দিয়া কাঁন্দিয়া,
তবু বন্ধু আমার হলো না ।।

প্রেমের আগুন ভিষণ আগুন ওরে প্রাণোসই ,
বুকের পরে ধানটা দিলে হবে পোঁড়া খই ।
প্রাণোসখি তোরে আমি , আমি মরে যাবো নিশ্চয়ই,
নিয়ে বিচ্ছেদ যন্ত্রণা ।।

বিশ্বরাজের প্রাণ প্রাখিটি যখন যাবে চলে   ,
বন্ধুর নামটি শুনাস তখন তোরে রাখি বলে ।
জীবনবেলা পড়ছে ঢলে, ভাসি আমি চোখেরজলে ,
মরণ করছে আনাগোনা ।।