চাঁদের সাথে  চাঁদ মিশিলে
(বাউল সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


চাঁদের সাথে  চাঁদ মিশিলে ষোলকলায় পূর্ণিমা হয়।
সৃষ্টি ছাড়া চাঁদ উঠিলে হয়ে যাবে চাঁদের ক্ষয় ।।

তিন চাঁদের মিলন হলে , পূর্ণচাঁদ হয় তারই ফলে ।
চাঁদ ধরলে উল্টোকলে , অমানিশা নাহি জয় ।।

জোয়ার আসে চাঁদের টানে, ত্রিবেণীটি ভাসে বানে ।
প্রেমেরতরী উজানে আনে , থাকে না আর মরণ ভয় ।।

ত্রিবেণীতে প্রেমের হাট , হরিচাঁদ সেই হাটের লাট ।
আছে আরো  তিনটি ঘাট , গুরুচাদ সেই ঘাটে রয় ।।

চাঁদ ধরা কল আছে যার , গুরুচাঁদ তারে করে পার ।
বিশ্বরাজের মরণ সার , করে শুধু চাঁদের ক্ষয় ।।