ছাঁদনাতলায় কান্নার বাঁশি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সাগরবসনার কোলে বসে শুনি
সন্ধ্যারাগে নীলবসনার গান
হৃদয়বীণায় বাজে তোমার কথার পাঁচালি।
প্রেমেরকলি ফুঁটে অদেখা এক আলির ছোঁয়ায়
নোয়ায় শির চরণে তোমার ভেবে ,
স্বরণে আসে তুমি চিরোসাথী,
তারাবসনার দিঘল অন্ধকারে।
জানি
তোমার আমার ছাঁদনাতলায় বাজবে কান্নার বাঁশি
পরকে অপর করতে
আর
অপরকে পর করতে
মসগুল ওরা,
আমিও বুঝিনি কে অপর পর।
জীবন সাগরে ডানগাল উপকূলে ঢেউ
তোমার প্রেমের ঝঞ্জা বাতাসে।
তাইতো
বিরহের বান ডাকে কপালতলার নোদির জলে
ভেসে যায় দুটি কপলতীর,
সে জল যাচ্ছে তোমার প্রেম-সাগরে।
প্রেম-সাগরে একাকার হলেই
আমার এই
ছন্দহারা কাব্য-জীবন হবে ধন্য
পূর্ণ হবে আমার সকল চাওয়া পাওয়া।