ছিলো না সত্য সঠিক গান


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সুন্দর দেশ, সুন্দর বেশ
দেশ ছিলো বেশ ছিলো
ছিল না তার জীবন স্বামী,
মায়াবী আঁখি প্রেমের পাখি
আঁখি ছিলো পাখি ছিলো
ছিলো না এই সমাজে দামী।


চিকন চুল, খোপাতে ফুল
চুল ছিলো ফুল ছিলো
ছিলো না শুধু অনেক টাকা,
রোগাটে মাতা বধূর ছাতা
মাতা ছিলো ছাতা ছিলো
ছিলো না কেউ খোপটি ফাঁকা।


রূপেতে আলো স্বভাবে ভালো
আলো ছিলো, ভালো ছিলো
ছিলো না ঘরে খাবার কিছু,
নিখাদ প্রেম, সঠিক হেম
প্রেম ছিলো হেম ছিলো
ছিলো না তার সাথীরা পিছু।


মনেতে আশা, বাঁধবে বাসা
আশা ছিলো বাসা ছিলো
ছিলো না তার প্রেমিক পতি,
আসলে রাত, ঘুমায় কাত
রাত ছিলো কাত ছিলো
ছিলো না জ্ঞান ঘুমায় সতী।


আগত লোক,  মনেতে ঝোক
লোক ছিলো ঝোক ছিলো
ছিলো না প্রানে কোনোই ভয়,
শরীরে বল, করেছে ছল
বল ছিলো ছল ছিলো
ছিলো না কেউ শেষটা হয়।


নরের জাতি, উজ্জ্বল ভাতি
জাতি ছিলো ভাতি ছিলো
ছিলো না কোনো আত্মার টান,
দেশের নেতা, শক্তিতে জেতা
নেতা ছিলো জেতা ছিলো
ছিলো না সত্য সঠিক গান।