চূর্ণ করো আমিত্ব বৃত্য
(সর্বোত্তমমিলে লেখা )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


শব্দভান্ডারে হয়ে গেছি
আজ আমি রিক্ত,
সিক্ত কর পরম ভর্তা
কর্তা তুমি দিও না তিক্ত।


জানি না এখনও আমি
মিল আর ছন্দ,
দন্দ শুধু আমার ধর্ম
মর্ম হারা কপাল মন্দ।


করো তুমি কাব্য-অফিসে
দয়া করে ভৃত্য,
বৃত্য তুমি আমায় রক্ষ
বক্ষ আমার করো পূর্ণ
চূর্ণ করো আমিত্ব বৃত্য।


ইতিবেলার সন্ধ্যানোদি
স্রোতহীন শ্রান্ত,
ভ্রান্ত সব আমার কার্য
ধার্য করো শব্দেরকোষ
অব্দঘোষের শেষ প্রান্ত।