দগ্ধমন


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


যার সঙে, রঙে রঙে, করি খেলা,
সারাবেলা, মেলা মেলা, কিছু কম,
আমি তারে, বারেবারে, রূপে চাই
তাই হাই, পাই পাই, যায় দম।


চৈত্রীরাত, গাত গাত, শিহরিত,
শুধুদিত, চিত চিত, ভালোবাসা,
চিত্ত মত্ত, তত্ব তত্ত্ব, চাই পেতে,
ঘরে যেতে, মেতে মেতে, আছে আশা।


দগ্ধ মন, ভনভন, ঘোরে আজ,
ফেলে লাজ, কাজ কাজ, ফেলে সব,
ভালোবাসা, আশা আশা, আছে প্রাণে,
আত্মঘ্রাণে, ত্রাণে ত্রাণে, আছে রব।


কামফল, জ্বলজ্বল, আজ করে,
প্রেমজ্বরে, মরেমরে, প্রাণকোষ,
গুনদোষ, তোষ ত‌োষ, সব নিয়ে
তারে দিয়ে, প্রিয়ে প্রিয়ে, রবো পোষ ।