দেও শান্তির বারী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রোদের গুড়ি মেখে , করছি শুধু কাম,
সূরের বুকে ঘাম, ঠিক পারদ মাখা,
আকাশ করে খাখা, চলছি দেখে দেখে,
গরম মেঠো পথে,
তৃষ্ণায় বুক ফাটে, রোদে আগুনফুল,
যাই নদীর কুল, গরম খুব ভারি
নাইকো বারিধারী, আগুন-বারি ঘাটে,
চলছি মনোরথে।


চৌচির দেখি মাটি, রোদের গুড়ি গায়,
ঝিলিক মেরে যায়,রোদেরবেণী পাকে
নদ-নদীর বাকে, তৃষিত গো-র ঘাটি,
জলেও তাপ ভারি,
ডাকছে উঁচু স্বরে, সব গোধন মিলে,
মাটে ঝিলের বিলে, ঝরছে চোখে জল,
তোমার হাতে কল, তুমি পরাৎপরে,
দেও শান্তির বারী।