দেশের গান


ঠাকুর বিশ্বরাজ ঠাকুর


মরমি বাংলা আমার , দেহ মন প্রাণ ।
ভালোবাসার বীণা তারে
গাই বাংলার গান ।।


বাংলার বুকে বুকটি রেখে
স্বর্গসুখ পাই ,
ষড় ঋতুরর মরমিরাংলা
রূপের শেষ নাই ।
বাংলায় আমার জন্ম তাই
আমি ভাগ্যবান ।।


ফুলে ফুলে ভরা বাংলা
হই আত্মহারা ,
মরমি বাংলার সুরে বাজে
বাউলের একতারা ।


বাংলার মুখ দেখলে আমার
সকল দুঃক্ষ যায় ,
বাংলা আমার প্রাণের কবিতা
হৃদয়ের খাতায় ।
মিশে আছে বাংলা ভাষায়
মরমি বাংলার গান ।।


লেখার
সময়-দিবা
৩-৪০ঘটিকা
তাং
১২/১২/১৬
গোপালগঞ্জ ।