ধুত্তোর ছাই


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ধুত্তোর ছাই কী লিখছি মাথামুন্ডু
শুধু কলমের আঁচড়ে নষ্ট করছি
সাদা সাদা পাতা গুলি।
ঝটিকা মেঘ মনের আকাশে
বিদ্যুৎলতার খেলা
মেঘের জেলখানায় বন্দি
নীলবসনার পারোদ মাখা হাসি।
ভালোবাসার বালাখানায় অবিশ্রাম
লাব-ডাব শব্দের লহরী
কিন্ত নেই
পরলৌকিক প্রেমের অনুভূতি
তাইতো
ঐহিক সুখের পুলকিত তরঙ্গ মালায়
জীবনের ডালা সাজাই
তারকা খচিত কালো-বসনায়
দ্বিতীয়া আলোর ঝর্নার মলিন স্রোতে,
তাই
কৃষ্ণপক্ষের শেষ তিথি আজও
প্রাণের খাঁচাটা ঘীরে।
কপালতলারনোদিটা শুধু কপোলতীর ভাসায়
আজানার বিরহবাণে।
জানলে হয়তো বুঝতাম কি লিখি
সাগরবসনার বুকে থেকে।
ধুত্তোর ছাই কী লিখি
জ্ঞাণহীন বোতা কলমে।