দিদিভাই আয়
(বিলিরিক -ধারা তিন
কাঠামো -এক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আয় দিদিভাই  , ফিরে আয় ঘরে,
যায় ডুবে বেলা, মরি ভয়ে-ডরে,
কার সাথে গেলি,
মার মায়া ফেলি,
ভোরে চোখ মেলি, বার হলি পায়  ,
তোরে  বারবার, ডাকে শুধু মাায় ।


ফুলবনে অামি, গেছি শতশত,
ভুলমনে দিদি , কোন কাজে রত,
বাড়ি মরে মায়,
গাড়ী দিবো আয়,
মল দিবো পায়, আড়ি ভাঙ তুই ,
ফল দিবো খেতে, মাছ দিবো রুই ।


ঘরে বাবা রোগে , শোকে ভরা ঘর,
ডরে মরি আমি, চোরে নিবে জর ,
আয় দদিদিভাই ,
গায় বল নাই ,
বুক ভরা হাই , যায় ডুবে বেলা,
শুকপাখি আয়, ঘরে এসে খেলা।


ফিরে আয় রূপা, আয় দিদিভাই,
ধীরে বেলা যায়, কোনখানে যাই,
কার সাথে গেলি,
মার মাায়া ফেলি,
আয় খেলা খেলি, বারবার আমি ,
পায়পায় এল,  ঘোর নিশিজামি।


বিঃদ্র-
কবিতাটির ডান দিকের শব্দ গুলি এক এক করে
বাম দিকে এনে সাজালেও মিল থাকবে এবং কাঠামোও ঠিক থাকবে  একটু দেখার অনুরোধ করছি ।