দিনকর ঢালো


ঠাকুর বিশ্ববাজ গোস্বামী


ফাঁসি দিলো , হাসি মুখে , বাঁশিটার সুরে,
সুর তালে , চুর হিয়া, পূর আঁখিপুরে।
কুল গেছে , মূল নেই , ফুল তুলি বনে
রাই বেলা , চাই তারে , পাই-পাই মনে।
নষ্ট দেখা , পষ্ট হলো , অষ্টপাশে ঘেরা
ফুল্ দেখা , ভুল সব , হুল নিয়ে ফেরা।
ভুল ভুল ,  ফুল সব , দল তদলে যাই,
গুল মেরে , হুল দিয়ে , মুলরস খাই।
রক্তি নিয়ে , ভক্তি করি , শক্তি মনে আসে,
ছয়-অরি , ক্ষয় করে , পয় সব নাশে।
ভেলা পারে , খেলা শেষ , রেষ তবু মনে,
রবি শুন্য , ছবি আঁকি , কবি কাব্য-বনে।
কন্দ রসে , দন্দ করি , মন্দ বল্লে কেউ
তাই আমি , পাই আজ , হাই হাই ঢেউ।
আলোহারা , কালো মনে , জ্বালো ঈশ আলো
রিনচিহ্নে , দিন শেষ , দিনকর ঢালো।