দিশেহারা ধরণি আজ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


লগ ডাউনে বন্ধ সব, নেই আনন্দ কলরব,
থেমে গেছে জীবন চলা, গেছে সকল অনুভব,
কৃষ্ণপক্ষের ষোলকলা, পুরবে বুঝি দিন শেষে,
আছি একা বেহাল বেশে, নিশিদিন কুঠিরতলা।


করোণা তাড়ে অবিরত, প্রাণটা আছে ওষ্ঠাগত,
রক্ষসীনি মরণ বাণে, মানুষকে করছে হত,
সুখটা নেই জীবন গানে, ভয়ে ভয়ে  জগৎ কাঁপে,
অজানা এক অভিশাপে,  যাচ্ছি ঘোর আঁধার পানে।


বিধির ইচ্ছা এই ছিলো, মানুষকে করোণা দিলো,
দিশেহারা ধরণি আজ, প্রিয়জনকে কেড়ে নিলো,  
ভেঙে দিচ্ছে প্রেমের তাজ, করোণাটি ছোয়াচে হয়ে,
স্বজনহারা ব‍্যথা লয়ে, শেষ করে শেষের কাজ।


লগডাউনে হচ্ছি শেষ, একা থাকা মৃত‍্যুর রেষ,
কবে যাবে মরন জ্বালা, শান্তি পাবে মানব দেশ,
কতদিনে কৃপার ডালা, খুলে দিবে পরাৎপরে,
এই আশাতে আছি ঘরে, নয়নজলে গাঁথি মালা।