ডি-এন-এ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমাকে খুঁজে পান
DR. O.A. Jul Liam
1970 থেকে 1972 শালের মধ্যে
ডি-আক্সি-রাইবোনিউক্লিক এসিড
তথ্য আবিষ্কারে ।
তাই গবেষণায় ধরা পড়ে
সমস্ত দেহের মূল পদার্থ দুটি
DNA এবং RNA .
এর মধ্যে
পরীক্ষালব্ধ ফল তুমি
DNA .
তোমার ক্রিয়াকলাপ দেখে সকলে সুখী ।
বয়ঃ সন্ধিতে সুন্দর ফল দেখাও তুমি
মানসিক এবং শরীরের
জড়তা নিরোশনে

শারীরিক উত্তেজনা সৃষ্টিতে
তুলনাহীন ভুমিকা রাখো ।
অথচ্
হাবাগোবা স্বভাবটি তোমার চিরোসাথী ।
ভালো-চিন্তা না করেই
সকল কাজটি করো ,
আসলে তুমি বোকাবক্কেশ্বর ,
যার কারণে
লেখা-পড়ায় পিছিয়ে থাকো
এবং
সফলতা অর্জণ করতে পারো না
কোন কাজে ।
তবুও
তুমি ব্যস্ততার মধ্যে জীবন কাটিয়ে দেও ।
এতই বোকা তুমি
জীবন ধ্বংসের কাজটি
অতি গোপনে বেছে নেও
প্রিয় ডি-এন-এ ।