দোলায় মন ঋতুরাজ
(রাগ-প্রধান গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


এলো বসন্ত কুসুমের অনুরাগে ,
হৃদয়টা প্রেমের অলি ফুলবাগে ।
দখিনা বায়ে  দোলা দেয়, মনটার সুরভি নেয়
আনুরাগে ।।


ফাগুন ছোঁয়া এ অন্তরে দীপ জ্বালে ,
ভালোবাসার সুধা রাশী নিত্য ঢালে ।
ফাগুন নায়ে সাদা পালে , বেয়ে মন তরঙ তালে
আগেআগে ।।


বসন্ত রাগ দিলে নাড়া , হৃদয়ে প্রেম দেয় সাড়া ,
রাগেরাগে ।


অনুরাগের রঙমেখে বীণা বাজে
বীণাটির সুর লহরী বাজে লাজে ।
ফাগুন সাজে মন সাজে , দোলায় মন ঋতুরাজে
প্রেমজাগে ।।