ইচ্ছার নদী কুল ভাঙ্গে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


জীবন চৈতালীর ক্ষরস্রোতে
ভেসে যায় বৈকালী হ্রদে,
তবু
ইচ্ছার নদী কুল ভাঙ্গে
জলবণী রাগে ,
পায় না সাগরসঙ্গম সুখ ।
কেজানে
অনিত্যে শুরু হবে নিত্যের খেলা
বেলা অবেলায় ।
সব ভুলায় উদ্দাম দুপুর
নূপুর বাজায় বাসন্তিকা
অনুরাগের ফুল বাগানে ,
গানে গানে মাতাল করে চঞ্চল অলি ,
ফুটায় কলী ।
চোখে দেখে রংবাহারি ফুল
করে ভুলের গেরহস্তালী
অনাবাদি জমির বুকে ,
অবেগী পলিতে ভরা ।
পরিশেষে
সূর্য্যের বাঁকা দৃষ্টি সীমাহীন মৃষ্টি লাগে
ধীরে ধীরে বাড়ে তবু
শীতের প্রোকপ ।
তারপর নিয়তি নিয়ে যায়
তার বাসর ঘরে ।
এ বুঝেও
বাঁচতে চায়
প্রাণ-তারাবনের পাখি
অহিক বাসা বাধে ।


লেখা
১০।১২।১৬
সময় সকাল-
৯-৫৩ ঘটিকা
গোপালগঞ্জ ।