ইএমপি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রিয়তমা কবিতা
তোমার শোভা দিয়ে পৃথিবিকে
শোভিত করবে,
না পাবেবে না
এর কারণ
পৃথিবিতে সৃষ্টি হয়ে গেছে ধ্বংসকারী
ইলেট্রো ম্যাগ্নেটিক পালস,
ইলেট্রিক শক্তির চাপ সৃষ্টি করতে
মাইক্রোওয়েভ ওভেন-কে
ব্যবহার করতে হয়।
তার ফলে
ইলেকট্রন ও চুম্বকশক্তির
চরম বিস্ফরণ ঘটে।
সংকুচিত হয়
বৈদ্যুতিক চার্চ যুক্ত চুম্বক পাওয়ার
তৈরী হয়
অক্ষন্ড শক্তিশালী ইলেট্রন চুম্বক ব্যাংক।
পরিশষে
ধ্বংস করে
ভুূ-পৃষ্ঠে সকল সৃষ্টি
এছাড়া
পাওয়ার গ্রীড,
রেডার এন্ড কমিউকেশান-কে নষ্ঠ করে দেয়
একেবারে।
ধন্যবাদ দেই বিজ্ঞানের ক্ষুরোধার চিন্তাকে
কিন্তু
দুঃক্ষের বিষয় কবিতা
মানবের প্রেম-সাগরে সৃষ্ট
বারমুডা ট্রায়াঙ্গাল
নিয়ে যাচ্ছে বা ধ্বংস ছচ্ছে
মানবতার প্রেমিক প্রেমিকার প্রাণ,
পৃথিবি হচ্ছে মানবতা শুন্য।
তুমি কি পারবে কবিতা
পৃথিবি-কে কৌলুশ মুক্ত রাখবে।
হ্যাঁ পারবে
তুমি সৃষ্টি করো
ঐশীশক্তির ইএমপি
আমিও থাকবো তোমার সাথে
তলাগুছি হয়ে।