ইতিকথা
(সর্বোত্তম মিলে লেখা)


(ঠাকুর বিশ্বরাজ  গোস্বামী)


বানে ভাঙে নদ-নদী কূল,
ভেসে যায় সব আদি মূল।
ঢেউ তুলে করে শুধু শব্দ
এই ভাবে  যায় বহু অব্দ।
এক দিন হয় তার শেষ,
থাকে তার কুল ভাঙা রেষ।
দেহ নদী ভাঙে দেখো তীর,
থাকে শুধু দুখ ভরা নীর।
তবু দেখে চোখ ফুল পরী,
ভালোবেসে বেয় যায় তরী।
মাঝ দিনে এই দেহসূর,
হৃদিকথা করে দূর দূর।
নিশিদিন করে শুধু রণ,
অবহেলে যায় শুভক্ষণ।
ইতিবেলা ইতি হয় প্রাণ,
এই ভেবে চায় পরিত্রাণ।
একা নদী বায় হয়ে ক্ষীণ ,
বেজে উঠে শেষ জমবীণ ।