ইতিকারবেলা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ভাবনার ঘরে বসে , রঙরসে, মন কষে ,
গনিতের ধারা,
জীবনের  ধূলাখেলা, সারাবেলা, করিমেলা ,
হারিয়েছি পারা ,
আপনাকে চিনি নাই, আজ তাই , বেয়ে যাই ,
একাএকা তরী ,
ক্ষণিকের সুখ চেয়ে, সুরা খেয়ে , গান গেয়ে ,
দুখাধারে মরি ।
মনোরম দুনিয়ায় , পায়পায় , যমধায় ,
জীবনটার পথে,
নিরুপায় দেখে আজ ,  দিলো বাজ , দেয়ারাজ
বায়ূটার রথে ।
কালোরাত  ধেয়ে আসে, জীবাবাসে , পাশেপাশে ,
ভয়ানক রূপ,
আগুনে শিখাটায় , বায় বায় , লাগে গায়  ,
মনবতা চুপ ।
মুখোশটি মুখে পরা , ভাবে সরা , এই ধরা,
নিজেনিজে দামী,
দেখেশুনে চুপ তাই , বুকে হাই , সুখ পাই ,
একাএকা আমি ।
কুশিক্ষার অভিমনে, বাকবাণে , বিষ দানে ,
বিপদেরক্ষণে ,
সততার  নেই দাম , আনকাম , বিধি বাম ,
জীবনের রণে ।
ভয়ানক কালোরাত, যমাঘাত , করে মাত,
জীবনের খেলা,
ভাবেনাতো কেউ , নিয়ে ফেউ, গুনি ঢেউ,
ইতিকারবেলা ।