জ্ঞানী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পরের  মন্দ খুঁজি আমি
শুধু অবিরত,
খুঁজিনি  আমি কোন দিন
নিজে মন্দ কত।
মুখতে কথা করি বেশি
নই আমি কাজি,
পরের কাজে দোষ ধরি
নিজে জ্ঞানী সাজি।
শাসন করি চোর ধরে
সৎকথা বলি,
কলম ধরে করি চুরি
যাই চাঁপা গলি।
মানুষ শ্রেষ্ট মুখে বলি
মনে বড় ফাঁক,
হৃদয়ে নেই মানবতা
মিথ্যে ঝাঁকে ঝাঁক।
বিকেল বেলা সব ছেড়ে
একা আমি হই,
হিসাব করে দেখি শুধু
আমি ভালো নই।