গ্লিসারিণাম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সুগভীর কার্য ক্ষমতা নিয়ে
দীর্ঘস্থায়ী ‌ভাবে
শুভ কর্মের প্রকাশ করেছো তুমি।
পরিপোষণ যন্ত্রের ব্যাঘাত জন্মিয়ে
পরিপোষণের উৎকর্ষ
সাধন করেছো।
তবে কেনো
শরীর ও মনটাকে দুর্বল করে দেও?
দপদপানি নিয়ে
মনের বিশৃঙ্খলা
এবং
ঋতুর দুই দিন আগে
ওভারিয়ান গোলমাল সৃষ্টি করা
তোমার বড় দোষ।
নাশিকা পশ্চাৎ ভাগে
প্রতিশ্যায় তৈরী করে
ভীষণ দুর্ভোগ বাড়িয়ে দেও তুমি।
হার্টডিক্সের দুর্বলতা বোধ সহ
বিরক্তি কর কাশিতে
বড় অশান্তির দিয়ে থাকো।
আমাশয়িক গোলযোগে
তোমার কার্যকর ভূমিকার
তুলনা নেই,
গলনালীতে বড় জ্বালা দেও তুমি।
মূত্রের আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে
শর্করাযুক্ত করে
শরীরকে করো নষ্ট ,
বাঃ তোমার চারিত্রিক বৈশিষ্ট।
দীর্ঘকাল রজঃপ্রবাহ সহ
উক্ত নাড়ী বের হবার
অনুভূতি নিয়ে থাকো,
এই ভাবনা তোমাকে
কুড়েকুড়ে খায়
পদ-যুগল উত্তপ্ত
আর ব্যথা সহ
আমবাতিক অবস্থার
প্রকাশ করো।
তবুও তোমাকে চাই
বুঝলে গ্লিসারিণাম।