গ্র্যান্ডক্যানিয়ন


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


চলো কবিতা
‍‌অ্যারিজোনা অঙ্গরাজ্যে
কেমন ভাবে বয়ে যাচ্চে
কলোরাডোনদী
গ্রান্ড ক্যানিয়নে মাঝ দিয়ে।
আমি দেখবো
তোমার প্রেমনোদির মত স্রোতঃস্বিনী কিনা,
তুমি কি জানো কবিতা
টেকনিক প্লেটের নানান ক্রিয়ার সাক্ষী
গ্র্যান্ড ক্যানিয়ন,
আর
ঐ প্লেটগুলি
ভূ-গর্ভের উত্তপ্ত ও গলিত ম্যাগমারের উপরে
ভাসমান অবস্থায় আছে,
তার স্থান পরিবর্তনের ফলে
সৃষ্টি হয় মহাদেশ ও সাগর,
আমি আরো দেখতে চাই
মানবজমির কোন প্লেটের কারণে
সৃষ্টি হয় নির্মম হৃদিগিরিখাত।
আরো শুনো কবিতা
ক্রিটেশাস পিরিয়ডে
দু'টি টেকটনিক প্লেট-ওশিয়নিক
প্লেটের সাথে
নর্থ আমেরিকান প্লেটের পশ্চিমাংশের
সংঘর্ষ হয়
ফলে
নর্থ আমেরিকান প্লেটের
উপরে আর নিচে ঢুকে যায়
ওশিয়ানিক প্লেট,
তারপর তৈরি হয়
পাহাড়

মাগিয়ান হাইল্যান্ড
আর
এই হাইল্যান্ড দিয়ে
বরফ গলা জলসহ বয়ে যায়
কলোরাডোনদী।
আমি
মানবভূমি গবেষণা করে
সৃষ্টি করবো
মানবিক হাইল্যান্ড
তার মাঝ দিয়ে বয়ে যাবে
আত্মোজ কলোরাডোনদী
হৃদয় গলা জলরাশি নিয়ে,
কারণ প্রবাদবাক্যে শুনি
যা আছে ব্র‍‌হ্মান্ডে,
তা আছে মানবভান্ডে,
আমি মানবিকপ্রেমবৈজ্ঞানিক
তাই প্রিয়তমা কবিতা তোমাকে নিয়ে
পৃথিবি করবো
মানবিক আবাস-ভুমি।