গুরুচাঁদের তত্ত্ব জেনে
(বাউল সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


গুরুচাঁদের তত্ত্ব জেনে মত্ত্ব হয়ে করোরে মন  হরিনাম ।
গুরুতত্ত্বের প্রেম-জোয়ারে পাবি মধুর শান্তিধাম ।।

ত্রিবেণীতে মাসে মাসে, প্রেম-নোদিটা জোয়ার আসে ।
তিন রূপের তিনটি ছেলে সেই জোয়ারে ভাসে ,  ।
অরসিক গুরুচাঁদকে নাশে , নামের ভিতর মিশায় কাম ।।

পরিপূর্ণ ব্রহ্মহরি ,গুরুচাঁদ বাইছে প্রেমেরতরী ,
হরি প্রেমের আগুন দিয়ে মারে ছয় অরি ।
ভব জঞ্জাল পরিহরি , চাঁদ ধরো মন অবিরাম  ।।

চাঁদ দিয়ে চাঁদ ধরতে হয় , চাঁদে প্রাণেরসত্ত্বা রয় ,
বিশ্বরাজ তুই পূর্ণচাঁদের করিস নারে ক্ষয় ।
অমানিশায় পূর্ণিমা হয় , উর্ধে গেলে চাঁদেরকাম ।