হরিচাঁদকে আনরে সখি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হরিচাঁদকে আনরে সখি ,শেষের দেখা দেখি একবার  ।
হরিপ্রেমের বিচ্ছেদ জ্বলায় ,বাঁচবোনারে আমি আর।।

কুক্ষণে সখিরে আমি দিয়েছিলাম মন ,
কাঁদতে কাঁদতে  জীবন গেলো  পেলাম না হরিধন   ।
প্রেম আগুনে হবে মরন ,গলে নিয়ে কলঙ্কহার ।।

শ্রীহরিকে মন দিয়ে  সই পেলেম নারে সুখ,
কলঙ্ককিনী হলাম আমি কেউ দেখে না মূখ ।
হইছে মন পোঁড়া অসুখ , এ রোগ সই সারবে না আর ।।

হরিনাম প্রেম পরশমনি অসাড় বৈভবে ,
একবার নাম নিয়ে দেখ সই আমার দশা হবে ।
জাতকুলমান আর না রবে, প্রেমাগুনে হবি সারখার ।।

বিশ্বরাজ কয় উড়ে গেলে প্রাণপাখিটায় ,
হরিনামটি লিখে দিস সখি আমার এই গায়।
পোঁড়া মন আর কিছু না চায় , সুন্দর  এই দুনিয়ার  ।।