হার মান মন হেসে
(বিলিরিক ধারা চার)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বেলা দেখ  যায় যায় , খেলা ছেড়ে ফিরে আয়,
ভেলা দেখ কিনারায় , মেলা শেষ দুনিয়ায়,
তোর মিছে বাহাদুরি,
ঘোর আলো করে চুরি,
ভোর হোতে হুরহুরি, শোর করে ভুরি ভুরি ,
দোর খোলা যমপুরি, ঘোর তাই হয়ে নুরি ।


কার যম কবে আসে, বারবার মনে ভাসে ,
যার যার নিজ বাসে ,সার কড়ি রেখো আশে,
নেয়ে পারে কড়ি চায়,
বেয়ে তবে পারে যায়,
পেয়ে সুখ তরী বায়  গেয়ে গান  দেশে যায় ,
ধেয়ে চল ত্বরা নায় , পেয়ে বাধা পায় পায় ।


শিরে আজ পর তাজ, ফিরে কর সৎ সাজ,
ঘিরে এলো মেঘ বাজ  নীরে ফেলা সব লাজ,
খাবি তুই ভালো ফল,
পাবি তুই সৎ  বল,
যাবি কেন রসাতল, নাবি কর চলাপল,
খাবি কেনো ঘোলাজল, পাবি তুই  মনোবল ।


আর নয় মিছে বোল , মারমার বোল ভোল,
যার তুই তার ঢোল , বারবার বাজা রোল ,
তারে পাবি বেলা শেষে ,
পারে যাবি হেসে হেসে,
বারেবারে সাথে মেশে, যারে ছাড়া রলি দেশে,
তারে ভাব ভাবে ভেসে, হার মান মন হেসে ।

বিঃদ্রঃ
এই কবিতার প্রতিটি লাইন বা প্রতি কমার ভিতরের
লাইন  উল্টালে পল্টালে বিলিরিক চার ধারাটি ঠিক থাকবে , শুনি শুধু যমফেরি কবিটির মত ।