হে আমার কাব্য-কুমারী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার-ই আলোর তরঙ্গ
ছুঁয়ে আছে আমার প্রেম-মনোগ্রাম  ,
করছে আত্মশুদ্ধি ।
তাই-তো মাতাল
প্রেমাভিকর্ষণবায়ূ প্রবাহ ,
ডাকে বউ কথা কও পাখি
নিয়ে যাও নাক ফুল ।
অভঙ্গুর ইচ্ছার সৈকতে ছাঁদনাতলা
মন-দিল তারে গিল্টি করা ,
রাঙ্গিয়ে দিচ্ছে ইতিকাবেলা
রাঙ্গা হাতে ।
কেন বুঝনা
প্রেমালোর সাগরিকা
তুমি আমার, শুধু আমার ,
একবার বলো কবুল তোমার প্রেম
লাজ লাজ রাঙ্গ ঠোটে ।
অনুর্ব্বর জমিতে কেন-বা দিলে
প্রেমের পলি ,
নিয়ে যাও তুমি
চাপা গলির চাঁপা ফুলের বিজ
মেহেদী রঙ হাতে
হে আমার কাব্য-কুমারী ।