হৃদয়ের শোভা তুমি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হৃদয়ের শোভা তুমি, শুনো না কি চি-ক্ষণ,
চিকনাই নেই আর, বুঝো না এ কি-রণ।
দুলো তুমি সারাখন, মনমুকুলিকায়,
কুমুম কুমারী তুমি, আলতা মাখা পায়।
তড়িদালোকটি গায়, মসিকৃষ্ণ গিয়েছে,
মনটি সব দিয়েছে, প্রাণটি উত্তরঙ্গ,
অয়িবাসরে দু'জনে, চাই নিবিড় সঙ্গ।
স্বপন করো না ভঙ্গ, অগ্নিচুর্ণটি দিয়ে,
শোভাকর রাণী তুমি, হৃদয় সহজিয়ে।
প্রেম-দ্যুতিমনি হিয়ে, আঁধারাক্তে জ্বলছে,
আমার তুমি আমার, হৃদিরাজ বলছে।
জীবনবেলা ঢলছে, দু'চোখে উদবিন্দু,
তুমি প্রাণের পুষ্পিতা নও বনের তিন্দু।
হয়তো আছি দিন-দু' মিছেই করদানি,
নক্ষত্রপতি স্বরূপা, প্রাণের কানাকানি।
তাইতো এ টানাটানি, রিরংসু আমি নই,
বিরোহাগ্নির দহনে,  কাব্যানুরাগী হই।
বিজর বাসন্ত-রাণী, প্রাণতারা এ বাগে,
প্রাণের স্পন্দন তাই, তোমার অনুরাগে।
বায়ুপথে দেখ জাগে, ঝটিকা তড়িত্বান,
কাকজ্যোৎস্নায় শুনি, ঘুম ভাঙার গান,
কত দূরে ঊষাবান ,ঘুচবে অন্ধকার,
বায়ুরতরঙ্গ গোনা কি, চাওয়া প্রেমোহার।


১৭/৬/২০২০
বুধবার
সময়
রাত
১০ ঘটিকা।