হরিচাঁদ অবতারী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হরিচাঁদ অবতারী  নয়রে অবতার ।
মতুয়ামালি হয়ে এবার , নাম নমি করছে একাকার ।।

রাধার ঋণ শুধিবার জন্য,  কৃষ্ণ হলো শ্রীচৈতন্য ।
কলিরযুগ হলেও ধন্য , ঋণ শোধ হলো না আর ।।

গৌরচাঁদ সংসার ছাড়ে , ঋণের ভার আরো বাড়ে ।
মাকে কাঁদায় হাড়ে হাড়ে, কান্না যায় না শচিমাতার ।।

শ্রীগৌরাঙ্গ ঋণ শোধাতে, হরি রূপে এলো ধরাতে ।
এবার হরি বিধাণমতে , করে ভবে শান্তির সংসার ।।

বিশ্বরাজ কয় সহচরী , পরিপূর্ণব্রহ্মহরি ।
বাইতেছে প্রেমেরতরী , পাপীতাপী করতে পার ।।