হৃদয়ের হোক জয়
( বিলিরিক তৃতীয় ধারা)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মরণের খেলা আজ  দেখো সারা দুনিয়ায়,
মানবতা মারা গেছে  বারুদের জলসায়,
নরনারী দিশেহারা,
বারুদের বিষে তারা,
নিমিষেই  যায় মারা , মরা দেহ ধূলিটায়,
রেষারেষি বাড়ে আরো বড় বড় বুলিটায় ।


যার আছে রণবল পৃথিবিটা তার হাতে,
অসহায় মানুষের মরণটা দিনরাতে ,
লড়ে যেতে  কার বল ,
কার সাথে কার দল,
কেমনটা ভাবি ফল , হবে কবে হানাহানি,
মানবিক নরনারী করে শুধু কানাকানি  ।


বারুদের খেলাটায় পৃথিবি দিশেহারা ,
থরথর মরমর ভাবে আছে হীন যারা ,
তবু নেই  হারাহারি,
নেই কোনো ধারাধারি,
কবে সেই সুখসারি  গেয়ে যাবে ধরাটিতে ,
পরিমল হাওয়াটা পাবে কবে এই চিতে ।


যারা আছো বলবান তারা সব শুনো শুনো,
হানাহানি ছেড়ে দিয়ে  মানবিক বিজ বুনো,
হানাহানি আর নয় ,
ভোর হোক সুখোময়,
হৃদয়ের হোক জয় , বৈরীতার করো শেষ ,
পৃথিবীট হয়ে যাক মানবিক এক দেশ ।