হৃদিরিক শুন্য  বোল
(হৃদিরিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


নর-নারী শুধু ভোলে, যৌবনের দোল দোলে ,
কামনার সুরা খেয়ে ,
মতিহারা তরী বেয়ে ,  হৃদিরিক শুন্য  বোলে ,
মহাসুখে যায় ধেয়ে ।


পরারতি করে শেষ , অমাকলা খায় বেশ ,
নদনোদি যায় মিশে ,
অবশেষে বিষে বিষে , মনোরথে ছাড়ে দেশ ,
ভীমরতি হয় দিশে ।


মোহসুখে যায় কাল , হীনচোখে কাটে খাল ,
কুমিরটা ঢেকে আনে ,
জীবনটা যার দানে ,  ভাবনার কালো জাল ,
অবিরাম তার গানে ।


দিনরাত কেটে যায় , অবহেলা নিয়ে ধায় ,
ইতিবেলা নিজ দেশে ,
চক্ষুজলে দীন বেশে , ধুকেধুকে চড়ে নায়
অবশেষে শুন্যে মেশে ।